Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ইতিহাস ও ঐতিহ্যঃ উত্তরবঙ্গ রাজশাহীর এক গৌরব গাঁথা স্থান হচ্ছে বাগমারা উপজেলা। কথিত আছে এখানে এক সময় বন-জঙ্গলে পরিপূর্ণ ছিল। বনে থাকতো ভয়ঙ্কর যত বাঘ-বাঘিনী। একদিন এক লোককে বাঘে আক্রমণ করলে তিনি তাঁর হাতে থাকা লাঠি দিয়ে সেই বাঘ কে মেরে ফেলেন। ফলশ্রুতিতে এ উপজেলার নামকরন হয় ‘‘বাগমারা’’। আবার শোনা যায় বৃটিশ আমলে বিস্তীর্ণ বন-জঙ্গল কেটে জনবসতি গড়ে উঠায় উপজেলার নামকরণ করা হয় ‘‘বাগমারা’’। এছাড়াও কথিত আছে বর্তমান বাগমারা থানা ভবন জমির উপর বিরাট একটি বাগান ছিল। বাগানটি কেটে থানা ভবণ নির্মাণের কারনেও অঞ্চলটি ‘‘বাগমারা’’ নামে পরিচিতি পায়।

১। অবস্থানঃ বাগমারা উপজেলা

০২।      আয়তন                               :                   ৩৬৬.৩০ বর্গ কিলোমিটার

০৩।     মোট মৌজা                            :                   ৩৬৯টি

০৫।     মোট ইউনিয়ন                         :                   ১৬টি

০৬।     মোট পৌরসভা                        :                   ০২টি (তাহেরপুর ও ভবানীগঞ্জ)

০৭।      লোক সংখ্যা                          :                   ৩,৫২,৯৬৯ জন (২০১১ অনুযায়ী)

০৮।     ভোটার সংখ্যা                         :                  ২,০৪,৬০৩ জন

            (ক)      মহিলা                    :                   ১,০৩,৮৪৫ জন

            (খ)       পুরূষ                    :                   ১,০০,৭৫৮ জন

এ কার্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ :

সামাজিক নিরাপত্তা কর্মসূচি :

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত এ উপজেলা হতে

(ক) বয়স্ক ভাতা কর্মূচির মাধ্যমে মোট ১৪২৮৮ জন

(খ) বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা কর্মূচির মাধ্যমে মোট ৭৩৩৩জন

(গ) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মূচির মাধ্যমে মোট ৬২০৭জন এবং

(ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মূচির মাধ্যমে মোট ১৯৮ জনকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে ।

দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি :

দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

(ক) পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান ৩,০২,৭৮,১৯৯/-(তিন কোটি দুই লক্ষ আটাত্তর  হাজার একশত নিরানব্বই) টাকা; যা এ উপজেলার পশ্চাদপদ ৯,৭৬২ টি পরিবারকে এবং

(খ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুণর্বাসন কার্যক্রমের আ্ওতায় পরিচালিত ঋণ কার্যক্রমে এ উপজেলায় সর্বমোট বরাদ্দকৃত অর্থের পরিমান ৩২,৭৭,৮৩৭ /- (বত্রিশ লক্ষ সাতাত্তর হাজার আটশত সাইত্রিশ) টাকা; যা এ উপজেলার পশ্চাদপদ ৩১৫ জন দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিকে ঋণদানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। 

প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ :

প্রতিবন্ধিতা সরাক্তকরণ জপি কর্মসূচির মাধ্যমে বাগমারা উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা - ৩৪১৪ জনকে সনাক্ত করা হয় এবং তাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ও কমিউনিটি ক্ষমতায়ন  :

এ উপজেলায় ৮৫ স্বেচ্ছাসেবী সংগঠণকে নিবন্ধন প্রদান করা হয়েছে। যে সংস্থাগুলি সমাজে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ সামজিক উন্নয়নে গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করছে।